বিশেষ প্রতিনিধি :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় অ্যালামনাই আহ্বায়ক কমিটি গঠনের সংবাদে আমি আন্তরিকভাবে আনন্দিত ও গর্বিত।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই কমিটি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, যোগাযোগ ও সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচন করবে। শাবিপ্রবির অ্যালামনাই কমিটি কেবল প্রাক্তন শিক্ষার্থীদের সংযোগের মাধ্যমই নয়, বরং দেশের উচ্চশিক্ষা, গবেষণা ও সমাজ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে— এমন প্রত্যাশা করি।
নবগঠিত আহ্বায়ক কমিটির যৌথ আহ্বায়ক ড. মুজিবুর রহমান ও শাব্বির আহমদ চৌধুরী এবং সদস্য সচিব প্রফেসর ড. তাজ উদ্দিনসহ সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই তাঁদের সহযোগিতা ও দূরদর্শী পদক্ষেপের জন্য, যার ফলে এই দীর্ঘ প্রতীক্ষিত উদ্যোগ বাস্তবে রূপ নিয়েছে।
আমি আশাবাদী, শাবিপ্রবির এই অ্যালামনাই প্ল্যাটফর্ম ভবিষ্যতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে এক অনন্য সেতুবন্ধন গড়ে তুলবে এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় নতুন অধ্যায় সূচনা করবে।
এই বাংলা/এমএস
টপিক
