Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ভাঙ্গা–বরিশাল–কুয়াকাটা চার লেন সড়ক প্রকল্পে জমি অধিগ্রহণ শুরু

বরিশাল প্রতিনিধি : দক্ষিণাঞ্চলের মানুষের বহুদিনের প্রত্যাশিত ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–কুয়াকাটা চার লেন সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নের পথে বড় অগ্রগতি হয়েছে। ইতিমধ্যে বরিশাল অংশে জমি অধিগ্রহণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে...
Homeদুর্ঘটনানোয়াখালীর কবিরহাটে ট্রাকের চাপায় নিহত ৬: চালক গ্রেপ্তার

নোয়াখালীর কবিরহাটে ট্রাকের চাপায় নিহত ৬: চালক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালক ও যাত্রীসহ ছয়জন নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ট্রাকচালক আব্দুর জাহেরকে (৪০) গ্রেপ্তার করেছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নিহতরা হলেন— কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা ও অটোরিকশা চালক খোরশেদ আলম খোকন, নোয়াখালী কলেজের তৃতীয় বর্ষের ছাত্র তানিম হাসান ও ছাত্রী ইসরাত জাহান, বিবি কুলসুম, জান্নাত এবং মো. সুমন।

বুধবার (৫ নভেম্বর) সকালে নিহত খোকনের ছেলে বাদী হয়ে সড়ক দুর্ঘটনা আইনে কবিরহাট থানায় মামলা দায়ের করেন। এর আগে মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার কবিরহাট–বসুরহাট সড়কের আলিয়া মাদরাসার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

গ্রেপ্তার ট্রাকচালক আব্দুর জাহের লক্ষ্মীপুর জেলার চরবাদাম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব চরশিতা গ্রামের বাসিন্দা, মোসলেহ উদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে মাইজদী থেকে পাঁচ যাত্রী নিয়ে বসুরহাটগামী একটি সিএনজি কবিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডে পৌঁছালে এর সামনের এক্সেল ভেঙে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি উল্টো পাশে চলে যায়। তখন বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিটিকে চাপা দিয়ে প্রায় ২০০ মিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং গুরুতর আহত দুজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার প্রায় আড়াই ঘণ্টা পর পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত ট্রাকচালককে কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের চিশতিয়া দরবার শরিফের সামনে থেকে আটক করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, ট্রাকচালকের বিরুদ্ধে সড়ক দুর্ঘটনা আইনে মামলা নেওয়া হয়েছে। গ্রেপ্তার জাহেরকে বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এই বাংলা/এমএস

টপিক