ঝালকাঠি প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে আমুয়া বন্দর আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মিজানুর রহমান আকন, সাবেক সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন কিসলু সিকদার, সাবেক সহ-সভাপতি খাইরুল আলম খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান ফুল, মালয়েশিয়া শাখা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গোলাম কবির, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, জিয়ামঞ্চ ও কাঠালিয়া নাগরিক ফোরামের সভাপতি মো. বাদল হাওলাদার, কৃষকদলের আহ্বায়ক আব্দুল মালেক তালুকদার, শ্রমিকদলের সভাপতি জাকির হোসেন পান্না মুন্সি এবং মহিলা দলের সভানেত্রী লীনা পারভীন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির নেতা মজিবুল হক পান্না গোলদার এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি নেতা মো. পলাশ গোলদার।
বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভা শেষে নেতৃবৃন্দ আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। সভায় বিপুলসংখ্যক স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
এই বাংলা/এমএস
টপিক
