ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত আন্তঃসেশন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে ২০২১-২২ শিক্ষাবর্ষ। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বিভাগ সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর ‘স্পোর্টস উইক’-এর সূচনা হয় আন্তঃসেশন ক্রিকেট প্রতিযোগিতার মাধ্যমে। এতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ পর্যন্ত মোট ছয়টি ব্যাচ অংশ নেয়। ফাইনালে মুখোমুখি হয় ২০১৯-২০ ও ২০২১-২২ শিক্ষাবর্ষের দল দুটি।
প্রথমে টসে হেরে ব্যাট করতে নেমে ২০২১-২২ ব্যাচ নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেটে তোলে ১২৩ রান। জয়ের জন্য ১২৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ২০১৯-২০ ব্যাচ ১০ ওভার ৫ বল খেলেই অলআউট হয়ে যায়। ফলে প্রথমবারের মতো ফাইনালে উঠে ৬৩ রানের জয়ে শিরোপা ছিনিয়ে নেয় ২০২১-২২ ব্যাচ।
ব্যক্তিগত পারফরম্যান্সের ক্ষেত্রে টুর্নামেন্টে সর্বোচ্চ রান করে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন ২০২১-২২ শিক্ষাবর্ষের এহসান। একই ব্যাচের সাজেদুল কাওছার হন ‘ম্যান অব দ্য ফাইনাল’। অন্যদিকে, সর্বোচ্চ উইকেট সংগ্রহ করেন ২০২৩-২৪ ব্যাচের শিহাব। ‘ইমার্জিং প্লেয়ার’ নির্বাচিত হন ২০২৪-২৫ ব্যাচের ইয়ামিন, ‘ইমার্জিং ক্যাপ্টেন’ হন ২০২১-২২ ব্যাচের কামরুজ্জামান কাশিফ এবং ‘সেরা অধিনায়ক’-এর স্বীকৃতি পান ২০১৯-২০ ব্যাচের সিদওয়ানুল হক সাকিন।
খেলা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
এই বাংলা/এমএস
টপিক
