ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের কল্যাণে গঠিত সংগঠন পলিটিক্যাল সায়েন্স অর্গানাইজেশন ফর ব্যানোভলেন্স (PSOB)-এর দ্বিতীয় কংগ্রেস ২০২৫-২৬ কার্যবর্ষের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুবায়ের অভি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিজার প্রামানিক।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিভাগের ৩৩০ নম্বর কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বিকাল ৩টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন।
নির্বাচনে সভাপতি পদে জুবায়ের অভি (ব্যালট নং ১০) ২৮৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী নাইম ইসলাম (ব্যালট নং ৯) পান ১১০ ভোট। সাধারণ সম্পাদক পদে সিজার প্রামানিক (ব্যালট নং ৭) ২৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন, আর তার প্রতিদ্বন্দ্বী জোবায়ের সরকার জিহাদ (ব্যালট নং ৫) পান ১৪৯ ভোট। মোট ৪৬০ ভোটের মধ্যে ৪০০টি ভোট কাস্ট হয়।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বিভাগের শিক্ষক ও কংগ্রেসপতি সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন। কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক শেরিনা খাতুন, সহকারী অধ্যাপক ওবাইদুল হক, রিপোনুজ্জামান এবং হাবিবুর রহমান।
নবনির্বাচিত সভাপতি জুবায়ের অভি বলেন, “আমি আমাদের ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের ভালোবাসা ও আস্থায় PSOB-এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছি। এই সংগঠন সবসময় দরিদ্র, মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের পাশে থেকেছে — আমি চাই এই মানবিক কাজগুলো আরও বিস্তৃত হোক। সহপাঠীদের সহযোগিতায় PSOB-কে একটি আদর্শ ও সেবামূলক সংগঠনে পরিণত করাই হবে আমার মূল লক্ষ্য।”
উল্লেখ্য, পলিটিক্যাল সায়েন্স অর্গানাইজেশন ফর ব্যানোভলেন্স (PSOB) ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের কল্যাণে নিজস্ব সংবিধান নিয়ে গঠিত হয়। সংগঠনটি আর্থিকভাবে অস্বচ্ছল ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থীদের সহায়তায় কাজ করে আসছে।
এই বাংলা/এমএস
টপিক
