নীলফামারী প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীতে সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্যসচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে সদর উপজেলার চাদেরহাট বিশমুড়ি শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য শেফাউল জাহাঙ্গীর শেপু, হারুন অর রশিদ খোকন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী শুভ এবং সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক হেরম্ব কুমার রায় হিরু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বুলু এবং সঞ্চালনা করেন সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্যসচিব শ্রী ধীরেশ চন্দ্র রায়।
সভায় সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধিরা তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া ও উদ্বেগের বিষয় তুলে ধরেন। প্রধান অতিথি সাইফুল্লাহ রুবেল বলেন, “সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা আমার অঙ্গীকার। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।”
তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে।”
এই বাংলা/এমএস
টপিক
