Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ভাঙ্গা–বরিশাল–কুয়াকাটা চার লেন সড়ক প্রকল্পে জমি অধিগ্রহণ শুরু

বরিশাল প্রতিনিধি : দক্ষিণাঞ্চলের মানুষের বহুদিনের প্রত্যাশিত ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–কুয়াকাটা চার লেন সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নের পথে বড় অগ্রগতি হয়েছে। ইতিমধ্যে বরিশাল অংশে জমি অধিগ্রহণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে...
Homeদুর্ঘটনানোয়াখালীতে ট্রাকের চাপায় সিএনজির ৬ যাত্রী নিহত

নোয়াখালীতে ট্রাকের চাপায় সিএনজির ৬ যাত্রী নিহত

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকের ধাক্কায় একটি সিএনজি চালিত অটোরিকশার ৬ জন যাত্রী প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কবিরহাট–বসুরহাট সড়কের আলিয়া মাদরাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নিহতদের মধ্যে আছেন সিএনজি চালক খোকন (৪৬), যাত্রী তানিম হাসান (২৬), মো. সুমন (৩৩) এবং শাহাদাত হোসেন (৩৬)। এছাড়া এক নারীসহ আরও দুইজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের মতে, দুপুরের দিকে জেলা শহর মাইজদী থেকে বসুরহাটগামী একটি সিএনজি ৫ জন যাত্রী নিয়ে রওনা দেয়। কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আলিয়া মাদরাসা এলাকায় পৌঁছালে সিএনজির সামনের এক্সেল ভেঙে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে যায়। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয় এবং টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়, পরে হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, দুর্ঘটনায় মোট ৬ জন নিহত হয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক দুর্ঘটনার পর পালিয়ে যায়।

এই বাংলা/এমএস

টপিক