জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে আগামীকাল বুধবার (৫ নভেম্বর) ঘোষণা করা হবে। একইসঙ্গে প্রকাশ করা হবে নির্বাচনের চূড়ান্ত আচরণবিধি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।
তিনি বলেন, “আগামীকাল বুধবারই জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তখন নির্বাচনের তারিখও জানানো হবে। একইদিন আচরণবিধি প্রকাশ করা হবে। আমরা বর্তমানে তফসিল ও আচরণবিধি চূড়ান্ত করার কাজ করছি। আগামীকাল আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।”
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জকসু নির্বাচন পেতে যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষিত এ নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।
এই বাংলা/এমএস
টপিক
