স্টাফ রিপোর্টার :
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক প্রেসক্লাবের মাসিক সভা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় কিচক প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী মো. সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে মূল আলোচনা পর্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। তিনি সদস্যদের নিয়মিতভাবে নিজ নিজ এলাকা থেকে সংবাদ সংগ্রহ ও বিভিন্ন গণমাধ্যমে আপডেট প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন।
প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. আবু তাহের এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সহ-সভাপতি আব্দুল গফুর মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা হাসান, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম রাকিব, প্রচার সম্পাদক রুহুল আমিন, কার্যনির্বাহী সদস্য সুনীল বরন সাহা, মো. আশরাফুল ইসলাম রুবেল, আমানুল্লাহ, সাধারণ সদস্য সুমাইয়া মোস্তাকিম আফিফা, ও মো. তোহিদ হাসান প্রমুখ।
সভা শেষে স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন ও প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এই বাংলা/এমএস
টপিক
