খাগড়াছড়ি প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ নং আসনে বিএনপি’র চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীদের নাম ঘোষণা করার এক পর্যায়ে খাগড়াছড়ি আসনের মনোনয়ন ঘোষণার সময় উপস্থিত নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। বিএনপি নেতা-কর্মীরা মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে আসন্ন নির্বাচনে বিজয় নিশ্চিতের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
ওয়াদুদ ভূইয়া ২০০১ সালে অনুষ্ঠিত ৮ম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ ১৭ বছর ধরে তিনি আওয়ামী লীগের ‘ফ্যাসিবাদ’ মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে আসছেন। সংবাদ সম্মেলনে দলীয় নেতারা বলেন, “ঘর-বাড়ি ছেড়ে সংগ্রামে অংশ নেওয়া ওয়াদুদ ভূইয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বাধিক ত্যাগ স্বীকার করেছেন।”
বিএনপি নেতা-কর্মীরা মনে করছেন, তার দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতা এই আসনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করবে।
এই বাংলা/এমএস
টপিক
