বকশীগঞ্জ প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর জেলার পাঁচটি আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ঘোষিত তালিকায় রয়েছে অভিজ্ঞ নেতাদের পাশাপাশি নতুন মুখও।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
দলীয় সূত্র জানায়, খুব শিগ্রই মনোনয়নপ্রাপ্তদের হাতে আনুষ্ঠানিকভাবে দলীয় চিঠি (মনোনয়নপত্র) তুলে দেওয়া হবে।
ঘোষিত প্রার্থীদের তালিকা:
-
জামালপুর-১ (বকশীগঞ্জ–দেওয়ানগঞ্জ): এম রশিদুজ্জামান মিল্লাত
-
জামালপুর-২ (ইসলামপুর): সুলতান মাহমুদ বাবু
-
জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ): মোস্তাফিজুর রহমান বাবুল
-
জামালপুর-৪ (সরিষাবাড়ী): ফরিদুল কবীর তালুকদার শামীম
-
জামালপুর-৫ (জামালপুর সদর): এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন
মনোনয়ন ঘোষণার পর থেকেই স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তারা মনে করছেন, দীর্ঘদিন পর সাংগঠনিক কার্যক্রমে নতুন প্রাণ ফিরে এসেছে এই ঘোষণার মাধ্যমে।
স্থানীয় পর্যায়ের নেতারা জানিয়েছেন, নির্বাচনের মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপির প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে তারা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছেন।
এই বাংলা/এমএস
টপিক
