চট্টগ্রাম প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি ২৩২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থীদের তালিকা প্রকাশ করেন। এর মধ্যে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে দলের প্রার্থী হিসেবে হুম্মাম কাদের চৌধুরীকে ঘোষণা করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
হুম্মাম কাদের চৌধুরী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ও এমপি মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান। প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গে রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দের ঢেউ বইতে শুরু করে। স্থানীয়রা মিষ্টি মুখে অভিনন্দন জানানো, কোলাকুলি এবং আনন্দ মিছিলের মাধ্যমে উল্লাস প্রকাশ করে। অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ দুই হাত তুলে মোনাজাত করতে দেখা যায়।
উদ্বোধনী মিছিলে উপস্থিত ছাত্রদল নেতা হেলেন বলেন,
“অনেক জুলুম নির্যাতনের শিকার বিএনপি’র হুম্মাম ভাইসহ রাঙ্গুনিয়ার সকল নেতা-কর্মী ও সমর্থকরা। দলীয় হাইকমান্ড শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য সন্তান ও রাঙ্গুনিয়া বিএনপির অভিভাবক হুম্মাম কাদের চৌধুরীর উপর আস্থা রাখায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকল মতভেদ ঊর্ধ্বে উঠে সবাইকে বিএনপির প্রতিষ্ঠাতা **শহীদ জিয়ার রহমানের ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাই।”
বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী ১৯৭৯ সাল থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত চট্টগ্রামের রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি আসন থেকে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। হুম্মাম কাদের চৌধুরীকে তৎকালীন সরকারের নির্দেশে ৭ মাস ধরে গুম করা হয়েছিল, যা আজও দলের নেতা-কর্মীদের মধ্যে স্মরণীয় ঘটনা হিসেবে রয়ে গেছে।
প্রার্থীর ঘোষণার পর রাঙ্গুনিয়ায় নেতা-কর্মী ও সমর্থকরা মাঠ, রাস্তাঘাট এবং প্রধান সড়কে আনন্দ মিছিল বের করে। মিছিলে অংশগ্রহণকারীরা করতালি, ফুল এবং স্লোগান দিয়ে হুম্মাম কাদের চৌধুরীকে স্বাগত জানান। স্থানীয়রা আশা প্রকাশ করেন যে, হুম্মাম কাদের চৌধুরী তাদের আশা পূরণে দক্ষতার সঙ্গে কাজ করবেন এবং রাঙ্গুনিয়ার উন্নয়নে অবদান রাখবেন।
এই বাংলা/এমএস
টপিক
