বরিশাল প্রতিনিধি :
বরিশাল–ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে অবস্থিত ঝুঁকিপূর্ণ সেতুটি দ্রুত পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। সোমবার (৩ নভেম্বর) দুপুরে বামরাইল বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বাসদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা বাসদের আহ্বায়ক কমরেড মো. আবুল কালাম মাস্টার এবং সঞ্চালনা করেন সদস্য সচিব কমরেড মঞ্জুর আলম। মানববন্ধনে বক্তব্য রাখেন বরিশাল জেলা বাসদের সদস্য কমরেড সাগর দাস, জেলা শ্রমিক ফ্রন্টের সদস্য কমরেড আব্দুর রাজ্জাক, মহিলা ফোরামের সভাপতি কমরেড লাখি বেগম, ওটরা ইউনিয়নের আহ্বায়ক কমরেড হরিদাস রায়, সদস্য সচিব কমরেড খোকন গাজী ও বামরাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, বরিশাল–ঢাকাগামী একমাত্র মহাসড়কের বামরাইল সেতুতে দীর্ঘদিন ধরে ফাটল দেখা দিয়েছে। প্রশাসন সাময়িকভাবে বালুর বস্তা ফেলে চলাচলের ব্যবস্থা করলেও সেটি আরও ঝুঁকি বাড়িয়েছে। প্রতিদিন শত শত যানবাহন চলাচল করায় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
তারা অবিলম্বে সেতুটি পুনর্নির্মাণ করে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধন শেষে বাসদ নেতৃবৃন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডলের কাছে একটি লিখিত স্মারকলিপি জমা দেন।
এই বাংলা/এমএস
টপিক
