নাটোর প্রতিনিধি :
নাটোরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের গাড়িখানা গোরস্থানে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে মাদ্রাসা মোড় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভবানীগঞ্জ মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও বৃক্ষরোপণ করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
দুপুরে জেলা চেম্বার অফ কমার্সের অডিটোরিয়ামে আলোচনা সভা ও আহ্বায়ক কমিটির পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোর জেলা এনসিপির আহ্বায়ক মো. আব্দুল মান্নাফ এবং সঞ্চালনা করেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব হাফিজুর রহমান ময়না।
সভায় বক্তব্য রাখেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক ইফতেখার শাওন, জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রকিব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক সরকার ও মাকসুদুর রহমান, যুগ্ম সদস্য সচিব মো. শিবলু শেখ ও মো. তৌফিক নিয়াজ, বাগাতিপাড়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ও নাটোর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী প্রভাষক আরিফুল ইসলাম তপু এবং সিংড়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নজরুল ইসলাম প্রমুখ।
এই বাংলা/এমএস
টপিক
