ঝালকাঠি প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-২ (সদর–নলছিটি) আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর নাম ঘোষণা করা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে বিএনপি ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছে। ঝালকাঠি-২সহ সারাদেশে ত্যাগী, যোগ্য ও জনপ্রিয় নেতাদের মনোনয়ন দেওয়া হচ্ছে।”
মির্জা ফখরুল আরও জানান, বাকি আসনগুলোর প্রার্থীদের তালিকা আগামী কয়েক দিনের মধ্যেই প্রকাশ করা হবে।
এই বাংলা/এমএস
টপিক
