সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে ইসকনের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তির বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দেশে অস্থিরতা সৃষ্টি করছে। এসব ঘটনার বিচার ও সংগঠনটির নিষিদ্ধ ঘোষণার দাবি জানানো হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সোমবার (৩ নভেম্বর) বিকেল ৫টায় সদরপুর স্টেডিয়াম মাঠে “সদরপুরের সর্বস্তরের মুসলিম জনতা”র ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়। এতে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা এডভোকেট আলিফ হত্যাকাণ্ড, বুয়েটের ছাত্র শান্ত রায়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, এবং গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সংঘটিত ধর্ষণসহ সাম্প্রতিক বিভিন্ন ঘটনার তীব্র নিন্দা জানান। তারা এসব ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি এবং ইসকন সংগঠনকে “সন্ত্রাসী ও জঙ্গি কার্যক্রমে জড়িত” উল্লেখ করে এর নিষিদ্ধ ঘোষণার দাবি তোলেন।
সভায় সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা মুফতী বোর্ডের সভাপতি মুফতী মুহাম্মদ জাকির হুসাইন ফরিদী। এতে বক্তব্য রাখেন মুফতী মাহদী হাসান, মুফতী নুরুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক ও জাহিদুল ইসলাম আকাশ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের হাফেজ আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলনের মাওলানা রেজাউল করিম, বিএনপির আব্দুর রাজ্জাক খানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, মাদ্রাসা শিক্ষক, ইমাম-খতীব, মানবাধিকারকর্মী, সাংবাদিক এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি সদরপুর স্টেডিয়াম মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এই বাংলা/এমএস
টপিক
