নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মূলধারার গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং তৃণমূল পর্যায়ের সঙ্গে যোগাযোগ আরও সুসংহত ও কার্যকর করতে একটি সমন্বিত কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, এই উদ্যোগের মাধ্যমে তথ্য আদান–প্রদান, সংবাদ পরিবেশনা এবং জনসংযোগের ক্ষেত্রে আধুনিক ও সংগঠিত কাঠামো গড়ে তোলাই মূল লক্ষ্য।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
দলের জাতীয় স্থায়ী কমিটি ইতোমধ্যে এই পরিকল্পনার অনুমোদন দিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, কার্যক্রম বাস্তবায়নের জন্য সাতটি বিশেষ টিম গঠন করা হয়েছে, যারা নিজ নিজ দায়িত্বের ক্ষেত্রে কাজ করবে।
বিএনপির অনুমোদিত সাতটি টিম ও তাদের টিম হেডরা হচ্ছেন—
স্পোকসপার্সন: ড. মাহদী আমিন
প্রেস: ড. সালেহ শিবলী
টিভি ও রেডিও: ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল
গ্রাসরুটস নেটওয়ার্ক: ড. জিয়াউদ্দিন হায়দার
অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক: এ কে এম ওয়াহিদুজ্জামান
কনটেন্ট জেনারেশন: ড. সাইমুম পারভেজ
রিসার্চ ও মনিটরিং: রেহান আসাদ
দলীয় নেতারা জানিয়েছেন, নতুন এই কাঠামোর মাধ্যমে বিএনপি তার যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল ও কার্যকর করতে চায়। মাঠপর্যায়ের বার্তা, রাজনৈতিক কার্যক্রম ও জনমত যেন দ্রুত এবং সঠিকভাবে গণমাধ্যম ও জনগণের কাছে পৌঁছে যায়—সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক
