বরিশাল (বাকেরগঞ্জ) প্রতিনিধি :
বাকেরগঞ্জ পৌরসভার মধ্য দিয়ে প্রবাহিত শ্রীমন্ত নদী বর্তমানে অবৈধ দখলদারের প্রভাবে নাব্যতা সংকটে পড়েছে। নদীর দুই তীর ক্রমশ দখল হওয়ায় এখন এটি অনেকটা মরা খালের মতো দেখা যায়। একসময় যাত্রীবাহী নৌযান ও পণ্য পরিবহনকারী নৌকা এই নদীর মাধ্যমে চলাচল করত।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয়রা জানায়, প্রশাসনের কাছে দখলমুক্ত করার নির্দেশনা থাকলেও বাস্তবে তা কার্যকর হয়নি। ফলশ্রুতিতে নদীর নাব্যতা ক্রমেই কমে গেছে।
শ্রীমন্ত নদী তুলাতলী নদী থেকে উৎপত্তি করে পাদ্রীশিবপুর ইউনিয়নের কানকী পর্যন্ত প্রবাহিত হয়ে পায়রা নদীতে মিশেছে। এক সময় কালিগঞ্জ, শিবপুর, বাকেরগঞ্জ বন্দর, কলস কাঠি ও বোয়ালিয়া বাজারে পণ্যবাহী নৌকা চলাচল করলেও এখন নদীর দুই তীর দখল হওয়ায় নদী কার্যত ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে।
উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর একবার ৪৮ লক্ষ টাকা ব্যয়ে ৪.৪৮ মিটার খনন প্রকল্প বাস্তবায়ন করেছিল, যার মাধ্যমে কিছুদিন পানি প্রবাহ স্বাভাবিক ছিল। কিন্তু পুনরায় দখল হওয়ায় নদী এখন পূর্ণ নাব্যতা ফিরে পায়নি।
স্থানীয় সুশীল সমাজের দাবি, দখলমুক্ত না করলে বাকেরগঞ্জ পৌরসভার কেন্দ্রস্থল দিয়ে বহমান এই শ্রীমন্ত নদী ভবিষ্যতে অস্তিত্ব সংকটে পড়তে পারে।
এই বাংলা/এমএস
টপিক
