ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নপ্রত্যাশী ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত সপ্তাহব্যাপী নির্বাচনী প্রস্তুতি সভা করবেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আগামী ৩ নভেম্বর (সোমবার) বিকেল ৩টায় ৬ নম্বর আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে প্রথম প্রস্তুতি সভার মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে। এরপর নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিকভাবে সভাগুলো অনুষ্ঠিত হবে।
সভা সূচি:
-
৪ নভেম্বর (মঙ্গলবার) — বিকেল ৩টা, ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়নের সেন্টারেরহাট বাজার।
-
৫ নভেম্বর (বুধবার) — বিকেল ৩টা, ৩ নম্বর আমুয়া ইউনিয়নের আমির মোল্লা মাধ্যমিক বিদ্যালয় মাঠ।
-
৬ নভেম্বর (বৃহস্পতিবার) — বিকেল ৩টা, ২ নম্বর পাটিখালঘাটা ইউনিয়নের মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ।
-
৭ নভেম্বর (শুক্রবার) — বিকেল ৩টা, ৪ নম্বর কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চত্বর।
-
৮ নভেম্বর (শনিবার) — বিকেল ৩টা, ১ নম্বর চেচরীরামপুর ইউনিয়ন পরিষদ চত্বর।
এছাড়া, ১২ নভেম্বর (বুধবার) বিকেল ৩টায় পুটিয়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জনাব আমিনুল হক।
এই বাংলা/এমএস
টপিক
