পটিয়া প্রতিনিধি॥
চট্টগ্রামের পটিয়া উপজেলা সীমান্তের চন্দনাইশের বৌদ্ধ সম্প্রদায়ের এক পরিবারের গাছপালা ও মাটি কেটে উচ্ছেদ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। একটি প্রভাবশালী মহল জোয়ারা ইউনিয়নের বাসিন্দা প্রকৌশলী সীমান্ত বড়ুয়ার পৈত্রিক ভিটের গাছপালা কেটে স্ক্যাবেটর দিয়ে মাটি কেটে নিয়ে যায়।
শুক্রবার বিকেলে জোয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম চৌধুরী রোকন সরেজমিন পরিদর্শন করেছেন। এর আগে তিনি বৃহস্পতিবার গ্রাম পুলিশের মাধ্যমে টপসয়েল কাটা বন্ধ করেন। ফতেনগর সিকদার বাড়ির জিয়াউদ্দিন আতিলের নির্দেশে ইউছুপসহ কয়েকজন জোরপূর্বক গাছপালা কেটে ও ভিটে বাড়ির মাটি কেটে নিয়ে গেছে।
জানা গেছে, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের জাতীয় কমিটির মহা সচিব প্রকৌশলীসীমান্ত বড়ুয়ার পৈতিক ভিটে জোয়ারা ইউনিয়নের ফতেনগর গ্রামে। সীমান্ত বড়ুয়া দীর্ঘদিন পরিবার পরিজন নিয়ে চট্টগ্রাম শহরে বসবাস করে আসছেন। এসুযোগ নিয়ে
একটি ভুমিদস্যু চক্র তাদের বাড়ির পশ্চিম পাশের বিভিন্ন প্রজাতির গাছপালা ও ভিটে বাড়ির ভুমি স্ক্যাবেটর দিয়ে কেটে নিয়ে যায়।
এব্যাপারে জানতে চাইলে জোয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রোকন জানিয়েছেন, বৌদ্ধ সম্প্রদায় এলাকায় জোরপূর্বক গাছপালা কেটে ও ভিটে বাড়ির মাটি কেটে নেওয়ার অভিযোগ পাওয়ার পর গ্রাম পুলিশের মাধ্যমে তিনি কাজ বন্ধ করে দিয়েছেন। স্ক্যাবেটর দিয়ে টপসয়েল কেটে পাচারের কারণে এলাকার রাস্তাঘাটও নষ্ট হয়ে যাচ্ছে।