চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধির :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মো. জাহাঙ্গীর আলম নামে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দিয়েছে স্থানীয় কৃষক সমাজ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শনিবার (১ নভেম্বর) দুপুরে হরিরামপুর ইউনিয়নের সালেপুর মধ্যপাড়া গ্রামের কৃষক কবির মৃধার বাড়িতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষক আব্দুল হালিম মৃধা। এতে উপস্থিত ছিলেন কৃষক আব্দুল কুদ্দুস, আইয়ুব মৃধা, রাজিয়া বেগম, কুলসুম আক্তারসহ এলাকার বহু কৃষক।
বক্তারা বলেন, মো. জাহাঙ্গীর আলম দীর্ঘ ৩৩ বছর ধরে কৃষকদের পাশে থেকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবন শেষে তিনি অবসরে যাচ্ছেন। তিনি শুধু একজন কর্মকর্তা নন, বরং কৃষকদের সুখ-দুঃখের সঙ্গী হিসেবে এলাকার কৃষক সমাজ উপকৃত হয়েছেন।
সভাপতি আব্দুল হালিম মৃধা বলেন, “জাহাঙ্গীর আলম আমাদের পরিবারের একজন সদস্যের মতো ছিলেন। তার মতো সহৃদয় কর্মকর্তা পাওয়া আমাদের জন্য বড় ধন্যতা। তাই আমরা কৃতজ্ঞতার নিদর্শনস্বরূপ আজকের সংবর্ধনার আয়োজন করেছি।”
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, “আমি ভাবতেও পারিনি আমার জন্য এমন ভালোবাসা ভরা আয়োজন করা হবে। এটি আমার জীবনের এক অবিস্মরণীয় মুহূর্ত।”
অনুষ্ঠান শেষে তাকে ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।
এই বাংলা/এমএস
টপিক
