Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ভাঙ্গা–বরিশাল–কুয়াকাটা চার লেন সড়ক প্রকল্পে জমি অধিগ্রহণ শুরু

বরিশাল প্রতিনিধি : দক্ষিণাঞ্চলের মানুষের বহুদিনের প্রত্যাশিত ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–কুয়াকাটা চার লেন সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নের পথে বড় অগ্রগতি হয়েছে। ইতিমধ্যে বরিশাল অংশে জমি অধিগ্রহণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে...
Homeজন-দুর্ভোগশিবগঞ্জে টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় ধানগাছ মাটিতে লুটিয়ে পড়েছে

শিবগঞ্জে টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় ধানগাছ মাটিতে লুটিয়ে পড়েছে

বগুড়া, শিবগঞ্জ প্রতিনিধি :

শিবগঞ্জে গত দুই দিন ধরে চলা টানা বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে রোপা আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় ধানগাছ মাটিতে লুটিয়ে পড়ায় স্থানীয় কৃষকরা উদ্বিগ্ন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় প্রায় ২ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণ কৃষকরা বলেন, “আমরা কৃষির উপর নির্ভরশীল। দুই দিনের বৃষ্টি ও বাতাসে ধান—মামুন, রঞ্জিত, ধানিগোল, গুটিস্বর্ণাসহ বিভিন্ন জাতের ধান মাটিতে লুটিয়ে পড়েছে। অনেক ক্ষেত পানিতে ডুবে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।”

কৃষকরা আরও জানান, ধান কাটার প্রস্তুতি প্রায় শেষের দিকে ছিল, কিন্তু এই ক্ষতির কারণে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। কিছু কৃষক মাঠে পড়ে থাকা ধানগাছ বেঁধে ক্ষতি কমানোর চেষ্টা করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, “উপজেলায় মোট ২০,১৭০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ হয়েছে। এর মধ্যে প্রায় ২ হেক্টর জমির ধান নিম্নচাপের কারণে মাটিতে লুটিয়ে পড়েছে। যদি আরও বৃষ্টি বা দমকা হাওয়া হয়, ফলনে প্রভাব পড়তে পারে। উপজেলা কৃষি অফিস ক্ষতিগ্রস্ত কৃষকদের পরামর্শ ও সহায়তা দিচ্ছে।”

ক্ষতির আশঙ্কা থাকলেও কৃষকরা আশাবাদী। তারা বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে কিছুটা ফসল ঘরে তোলা সম্ভব। সামান্য রোদ ও পানি নেমে গেলে ধান আংশিকভাবে রক্ষা করা যেতে পারে।

এই বাংলা/এমএস

টপিক