গলাচিপা প্রতিনিধি :
গোলখালী ইউনিয়নের চর হরিদেবপুর গ্রামের সাত নম্বর ওয়ার্ডের ২৩ বছর বয়সী রাজিব মুহাম্মদ ইউনুস মাঝির ছেলে, একজন হতদরিদ্র পরিবারের সন্তান। তার স্বাভাবিক বয়সের মতো খেলাধুলা করা বা নিজের উন্নতির জন্য পরিশ্রম করা সম্ভব হচ্ছে না। কারণ, হিপ জয়েন্টের দুটি বল নষ্ট হওয়ায় রাজিব চলাফেরা করতে পারছেন না।
ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসক জানিয়েছেন, হিপ জয়েন্টের অস্ত্রোপচারের জন্য ছয় লক্ষ টাকা প্রয়োজন। চিকিৎসক আরও সতর্ক করেছেন, যদি অপারেশন না করা হয়, তবে ক্যান্সারের সম্ভাবনা থাকতে পারে।
রাজিব এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছে যেখানে নুন আনতেও অভাব। ছয় লক্ষ টাকা তার পক্ষে এককথায় অসম্ভব। তাই তিনি সকলের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
আপনার সামান্য সহানুভূতি ও সাহায্যের হাত বাড়ালেই একটি প্রাণ বাঁচানো সম্ভব। আসুন, আমরা রাজিবকে নতুন জীবন দেয়ার চেষ্টা করি।
এই বাংলা/এমএস
টপিক
