বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়নের গোয়ালগাঁও ফজিলত পাড়ার প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। চলাচলের জন্য অযোগ্য এই রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসী পুনরায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয়রা জানান, চলতি বছরের ১০ এপ্রিল একই বিষয়ে একটি আবেদন দাখিল করেছিলেন। কিন্তু কোনো দৃশ্যমান উন্নতি না হওয়ায় পুনরায় আবেদন করতে হয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়েছে, ফজিলত পাড়ার এই প্রধান রাস্তা বহুদিন সংস্কার না হওয়ায় বড় বড় গর্ত ও কাদায় ভরে গেছে। বর্ষাকালে এর অবস্থা আরও খারাপ হয়ে যায়। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী ও সাধারণ মানুষ চলাচলে চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন।
এক কৃষক বলেন, “এই রাস্তায় কৃষিপণ্য বাজারে নিয়ে যাওয়া খুব ঝুঁকিপূর্ণ। বৃষ্টি হলে চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।”
এক অভিভাবক মন্তব্য করেন, “শিশুদের স্কুলে পাঠানো এখন বিপদজনক। কাদা-পানিতে প্রতিদিন ভিজে যেতে হয়।”
এলাকাবাসী জানান, রাস্তা সংস্কারের অভাবে জনজীবন স্থবির হয়ে পড়েছে। তারা দাবি করেছেন, দ্রুত পদক্ষেপ নিয়ে রাস্তা পাকা বা সংস্কার করা হোক। আবেদনে বলা হয়েছে, “গোয়ালগাঁও ফজিলত পাড়ার এই প্রধান রাস্তা জনদুর্ভোগের প্রতীক হয়ে উঠেছে। মানবিক বিবেচনায় দয়া করে দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হোক।”
এলাকাবাসী আশা করছেন, উপজেলা প্রশাসন বিষয়টিকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেবে, যাতে সাধারণ মানুষ চরম দুর্ভোগ থেকে মুক্তি পায়।
এই বাংলা/এমএস
টপিক
