ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুরে শনিবার (১ নভেম্বর ২০২৫) “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সকালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয় এবং একটি রঙিন র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে পৌঁছায়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ঝিনাইদহ সমবায় কার্যালয়ের পরিদর্শক রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম ও সহকারী নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন।
বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা সম্ভব এবং জনগণের মধ্যে ঐক্য ও সমতার চেতনা বৃদ্ধি পায়। দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সমবায় আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
আলোচনা সভার শেষে শ্রেষ্ঠ সমবায় সংগঠন ও উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক
