Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ভাঙ্গা–বরিশাল–কুয়াকাটা চার লেন সড়ক প্রকল্পে জমি অধিগ্রহণ শুরু

বরিশাল প্রতিনিধি : দক্ষিণাঞ্চলের মানুষের বহুদিনের প্রত্যাশিত ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–কুয়াকাটা চার লেন সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নের পথে বড় অগ্রগতি হয়েছে। ইতিমধ্যে বরিশাল অংশে জমি অধিগ্রহণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে...
Homeরাজনীতিভোলায় বিএনপির উপর বিজেপি-র পরিকল্পিত হামলা, জেলা বিএনপির সংবাদ সম্মেলন

ভোলায় বিএনপির উপর বিজেপি-র পরিকল্পিত হামলা, জেলা বিএনপির সংবাদ সম্মেলন

ভোলা প্রতিনিধি :

ভোলায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট না করার বিষয়কে কেন্দ্র করে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর ২০২৫) জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন এলাকায় মিছিল করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মিছিল চলাকালীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) বিএনপির মিছিলে ককটেল নিক্ষেপ করে, যার ফলে বিএনপি ও বিজেপির কিছু নেতাকর্মী আহত হন। এক সূত্র জানিয়েছে, সংঘর্ষের সময় কয়েকজন পুলিশ কর্মকর্তাও আহত হন।

একজন বিএনপি কর্মী অভিযোগ করেন, বিজেপি পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালায়। তার মতে, ভোলা সদর-১ নির্বাচনী এলাকায় বিজেপির নিজস্ব কর্মী কম থাকলেও, অন্যান্য উপজেলা থেকে বাহিনী এনে হামলা চালানো হয়।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভোলা জেলা বিএনপি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ প্রকাশ করে। সংবাদ সম্মেলনে অংশ নেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম-আহ্বায়ক বাচ্চু মোল্লা, যুগ্ম-আহ্বায়ক এনামূল হক, যুগ্ম-আহ্বায়ক হুমায়ূন কবির সোপান এবং সম্মানিত সদস্য ইয়ানূল আলম লিটন।

অঙ্গসংগঠনের মধ্যে ছিলেন ভোলা জেলা যুব দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক মুনতাসীর আলম রবীন চৌধুরী, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোঃ সাব্বির আলম চৌধুরী, জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসিম এবং জেলা ওলামা দলের সাধারণ সম্পাদকসহ সদর উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।

জেলা বিএনপি অভিযোগ করে, বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে, এবং এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

এই বাংলা/এমএস

টপিক