ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
“সাম্য ও সমতায় দেশ গড়বো সমবায়” শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগর উপজেলায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। শনিবার (১ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় নাসির নগর সমবায় অফিস প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উদযাপন উপলক্ষে নাসির নগর উপজেলা প্রশাসন ও সমবায় লিমিটেডের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালির শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আমিরুল হোসেন চকদার সভাপতিত্ব করেন এবং উপজেলা সহকারী পরিদর্শক মোহাম্মদ শাহীন মিয়া সঞ্চালনা করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক আকতার হোসেন ভূইঁয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান।
সভায় বক্তব্য রাখেন ভলাকুট একতা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি হারুন তালুকদার এবং নাসির নগর ইউনিয়ন ধীবর সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক পরিমল দাস। এছাড়া সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপজেলা সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সমবায় সমিতির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক
