:::চবি প্রতিনিধি ::
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সোহরাওয়ার্দী হল মাঠে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের ইট-পাটকেল নিক্ষেপে তিন ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। এছাড়া ভাঙচুর করা হয়েছে সোহরাওয়ার্দী হলের ৮টি কক্ষ।
শাখা ছাত্রলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম সবুজ বলেন, আলামিনের অনুসারীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে জামায়াত-শিবিরের মতো আমাদের ছেলেদের ওপর অতর্কিত হামলা করে ক্যাম্পাস অস্থিতিশীল করাতে চায়। এসময় সাধারণ শিক্ষার্থীদের রুম, প্রভোস্টের রুমসহ আমাদের রুমে ভাঙচুর চালায় তারা। আমি প্রশাসনের কাছে এর দ্রুত বিচার দাবি করছি।
জানা গেছে, গত সোমবার একুশে ফেব্রুয়ারি রাতে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। তবে মীমাংসা না হওয়ায় আবারো সংঘর্ষে জড়ায় নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহীদুল ইসলাম বলেন, আমরা ঘটনা শোনার সাথে সাথেই পুলিশ পাঠিয়েছি। পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।