নীলফামারী প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী সদর উপজেলায় ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে পঞ্চপুকুর ইউনিয়নের জুম্মাপাড়ায় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনেই এই প্রচারণা অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মাদ আলী নূরানী। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর নবী সরকার শামীম, সাবেক ছাত্র নেতা কৃষিবিদ মোক্তার আলী সরকার মিথুন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী এবং পঞ্চপুকুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মমিনুর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সকলকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ভোটাধিকার ও মৌলিক অধিকার রক্ষায় ধানের শীষকে সমর্থনের জন্য জনগণকে উৎসাহিত করেন।
এই বাংলা/এমএস
টপিক
