Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ভাঙ্গা–বরিশাল–কুয়াকাটা চার লেন সড়ক প্রকল্পে জমি অধিগ্রহণ শুরু

বরিশাল প্রতিনিধি : দক্ষিণাঞ্চলের মানুষের বহুদিনের প্রত্যাশিত ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–কুয়াকাটা চার লেন সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নের পথে বড় অগ্রগতি হয়েছে। ইতিমধ্যে বরিশাল অংশে জমি অধিগ্রহণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে...
Homeসারাদেশপিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পিরোজপুর প্রতিনিধি :


পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) সকালে র‍্যালীটি পিরোজপুর জাতীয় ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আকরাম আলী মোল্লা। বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পিরোজপুরের সভাপতি অ্যাডভোকেট নিজামউদ্দিন সরদার, সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সাব্বির আহমেদ, অ্যাডভোকেট খায়রুল বাসার শামীম এবং জেলা ও উপজেলা পর্যায়ের আইনজীবী ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিএনপি আইনজীবী ফোরাম প্রতিষ্ঠার পর থেকে আইনের শাসন, গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে কাজ করে যাচ্ছে। তারা আরও জানান, বর্তমান সময়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে আইনজীবী সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর অংশ হিসেবে জেলা বিএনপির কার্যালয়ে ফোরামের সকল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কেক কাটা হয় এবং অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

এই বাংলা/এমএস

টপিক