কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের বাজারে ভোরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের ৮টি ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে এবং প্রাথমিক হিসাব অনুযায়ী কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শুক্রবার (৩১ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে বাজারের উত্তর পাশে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা খবর পেয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে নষ্ট হওয়া মালামালের মধ্যে রয়েছে:
-
সার, তেল, বীজ ও কীটনাশক ব্যবসায়ী অধির চন্দ্র সাহার ১৭ লাখ টাকা,
-
আমিনুল ইসলামের ১০ লাখ টাকা,
-
হাছেন আলী (কাকলী ট্রেডার্স) ১০ লাখ টাকা,
-
মুদি দোকান মালিক মমিনুল ইসলাম, সুপারী ব্যবসায়ী আতাউর ও ইব্রাহিম ৩ লাখ টাকা,
-
সেলুন মালিক ফনি চন্দ্র শীল ১ লাখ ৫০ হাজার টাকা,
-
মসলা ব্যবসায়ী মোজাফ্ফর আলী ৫০ হাজার টাকার মালামাল।
স্থানীয়রা জানান, আগুন লাগার সময় সকলে মিলে আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.খ.ম ওয়াজিদুল কবীর রাশেদ বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসকে অবিলম্বে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে, যদিও এর আগে স্থানীয়রা আগুন নেভাতে কাজ করেছেন।
নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।
এই বাংলা/এমএস
টপিক
