Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান, ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান অব্যাহত রয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানে প্রায় ১০ হাজার...
Homeসারাদেশশেরপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু

শেরপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু

আল-আমিন, শেরপুর প্রতিনিধি :

শেরপুর জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার, ১০ অক্টোবর) সকালে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ওই হাজতির নাম মো. বাচ্চু মিয়া (৪৫)। তিনি শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা এবং একই এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে।

শেরপুর জেলা কারাগারের জেল সুপার শাহ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাচ্চু মিয়া গত ৩ মাস আগে একটি মাদক মামলায় ভ্রাম্যমান আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হয়ে জেলা কারাগারে আসেন।

পরে আজ শুক্রবার সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম জানান, নিহত বাচ্চু মিয়ার মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বাংলা/এমএস