নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীতে নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা তিনটায় নীলফামারী জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মিডওয়াইফারী সোসাইটি এবং সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ)-এর সভাপতি আনোয়ারা খাতুনের সভাপতিত্বে মানববন্ধন পরিচালনা করেন সাধারণ সম্পাদক রিমন ইসলাম। এতে সংগঠনের অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক, নার্সিং ইন্সট্রাক্টর নিতিশ রায়, নার্সিং সুপারভাইজার মির্জা আকতার বানু ও বাদশা আলমগীর, সহকারী পাবলিক হেলথ নার্স সুমাইয়া খানম বক্তব্য দেন।
বক্তারা উল্লেখ করেন, ৪৮ বছরের ইতিহাস, ঐতিহ্য ও অগ্রগতি নিয়ে নার্সিং প্রশাসন সেবা দিয়ে আসছে। তাই অন্য দপ্তরের সঙ্গে একীভূত করা তাদের জন্য উপযুক্ত নয়। তারা এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
এই বাংলা/এমএস
টপিক
