Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ভাঙ্গা–বরিশাল–কুয়াকাটা চার লেন সড়ক প্রকল্পে জমি অধিগ্রহণ শুরু

বরিশাল প্রতিনিধি : দক্ষিণাঞ্চলের মানুষের বহুদিনের প্রত্যাশিত ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–কুয়াকাটা চার লেন সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নের পথে বড় অগ্রগতি হয়েছে। ইতিমধ্যে বরিশাল অংশে জমি অধিগ্রহণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে...
Homeরাজনীতিজাতীয় নির্বাচনের আগে গণভোটের আহ্বান জামায়াতের নায়েবে আমিরের

জাতীয় নির্বাচনের আগে গণভোটের আহ্বান জামায়াতের নায়েবে আমিরের

জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজনের গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে জনগণের মতামতের প্রতিফলন হিসেবে গণভোটের রায় গ্রহণ করা জরুরি। এজন্য দ্রুত জুলাই সনদের ওপর আদেশ জারি করার আহ্বান জানান তিনি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সভায় জামায়াতের আরেক নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আব্দুল্লাহ মো: তাহের বলেন, “অন্তর্বর্তী সরকারের তিনটি অঙ্গীকার ছিল—বিচার, সংস্কার এবং নির্বাচন। জাতীয় পর্যায়ে সংস্কার ছিল মূল লক্ষ্য। সে লক্ষ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের জন্য একাধিক কমিটি গঠন করা হয়েছে। এসবের মধ্যে ‘ঐকমত্য কমিশন’ নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ করেছে।”

তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচন এবং গণভোট একসঙ্গে আয়োজন করা উচিত নয়। একই দিনে ভোট হলে জনগণের মনোযোগ মূলত নির্বাচনী প্রতীকের দিকে থাকবে, ফলে গণভোটের গুরুত্ব কমে যাবে। তাই কমিটির সুপারিশ অনুযায়ী নভেম্বরের মধ্যে গণভোট সম্পন্ন করা প্রয়োজন।”

এই বাংলা/এমএস

টপিক