পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী এবং জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান আল্লামা সাঈদীপুত্র মাসুদ সাঈদী বলেছেন, গণঅভ্যুত্থান শুধু একটি আন্দোলন নয়, এটি বাংলাদেশের জনগণের গভীর আকাঙ্ক্ষার প্রতিফলন। তিনি বলেন, জনগণ চায় বিচার, সংস্কার এবং সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন। অন্যায়, দুঃশাসন ও দুর্নীতির বিরুদ্ধে এই আন্দোলন মানুষকে ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে ২নং পত্তাশী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী ২নং পত্তাশী ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় মাসুদ সাঈদী বলেন, দেশের মানুষ বুঝে গেছে যে শুধু শাসক পরিবর্তন যথেষ্ট নয়; বাংলাদেশের উন্নয়নের জন্য প্রয়োজন নীতি পরিবর্তন, গঠনমূলক সংস্কার এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন। গণঅভ্যুত্থান কোনো দলের নয়, এটি জাতির—যেখানে প্রতিটি নাগরিক ন্যায়বিচার, গণতন্ত্র ও সুশাসনের পক্ষে একত্রিত হয়েছে।
তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন হবে বাংলাদেশকে গড়ার, দুর্নীতিমুক্ত করার এবং ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন। দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মাসুদ সাঈদী বলেন, নির্বাচিত হলে পিরোজপুরে সরকারী ব্যবস্থাপনায় শিল্প কল-কারখানা স্থাপন করে বেকারত্ব দূরীকরণের চেষ্টা করা হবে। ভাঙা সড়ক ও অবকাঠামোগত উন্নয়ন alongside নদী ভাঙন রোধে টেকসই বাঁধ তৈরি করা হবে। শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণের মাধ্যমে দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলা হবে। আমাদের লক্ষ্য কেবল ভোটে জয় নয়, বরং ন্যায় ও ইনসাফভিত্তিক, স্বচ্ছ এবং মানবিক বাংলাদেশ গঠন।
সভায় পত্তাশী ইউনিয়ন আমীর হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল ফায়সাল সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক।
আরও বক্তব্য রাখেন জিয়ানগর উপজেলা জামায়াতের সাবেক আমীর মোঃ হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী হোসাইন, উপজেলা সেক্রেটারি মোঃ তৌহিদুর রহমান রাতুল, অর্থ সম্পাদক মাওলানা তাওহীদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন জিয়ানগর উপজেলা সভাপতি মোঃ মামুন হোসাইন এবং ইসলামী ছাত্রশিবির জিয়ানগর উপজেলা সভাপতি মোঃ আশরাফুল ইসলাম।
সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ভোটকেন্দ্র প্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ কর্মীরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক
