ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুই অভিযানে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানটি বুধবার (২৯ অক্টোবর) দুপুর থেকে রাত পর্যন্ত নবগ্রাম ও পৌরসভার বিকনা এলাকায় পরিচালনা করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ডিবি পুলিশের সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নবগ্রাম এলাকায় এক নারী মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে বিকেলে অভিযান চালানো হয়। এ সময় নাছিমা বেগম (৫৪)কে আটক করা হয়। তার হাতে থাকা কালো ব্যাগ তল্লাশি করে বাদামী টেপে মোড়ানো দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত নাছিমা বেগম জানায়, তার আরও দুই সহযোগী বিকনা এলাকায় একটি ভাড়া বাসায় অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে রাত ৯টার দিকে ডিবির একটি দল রুবেল তালুকদারের ভাড়া বাসায় অভিযান চালায়। তখন ছখিনা বেগম (৪০) ও বিলাশ (৩০) পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। ঘরের আলনার নিচ থেকে কালো ট্রাভেল ব্যাগে মোড়ানো আরও ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
দুই দফা অভিযানে মোট ৮ কেজি গাঁজা জব্দ করা হয়েছে বলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানিয়েছে।
এই বাংলা/এমএস
টপিক
