নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন, এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান শাকিল।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় উপস্থিত ছিলেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ, নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রমজান আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকবুল হোসেন, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ইদ্রিস, নবাগত থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদ আহাম্মদ, সিনিয়র উপজেলা কর্মকর্তা ফাহিম আরেফিন, উপজেলা কর্মকর্তা মোহাম্মদ ইসহাক মিয়া, এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান ইকবাল চৌধুরী, গোকর্ণ ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহীন, সদর ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাস, কুন্ডা ইউপি চেয়ারম্যান এডভোকেট নাছির উদ্দিন ভূইঁয়া, দাঁতমন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াস মিয়া, উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক একেএম আমিনুল ইসলাম, উপজেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা আবদুস সাত্তার, এনসিপির আহ্বায়ক মোহাম্মদ হাফিজ মিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক আকতার হোসেন ভূইঁয়া, এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
সভায় বক্তারা উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও জুয়া প্রতিরোধ, চুরি, ডাকাতি, ছিনতাই, বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধে সমন্বিত পদক্ষেপের উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সরকারি খাস জমি দখলমুক্ত রাখা ও সেপ্টেম্বর মাসের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করা হয়।
এই বাংলা/এমএস
টপিক
