নাটোর প্রতিনিধি :
নাটোর জেলা পুলিশের উদ্যোগে লালপুরের শ্রীসুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও বিএম কলেজে মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণা বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক খাজা শামীম মোঃ ইলিয়াস হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
বক্তব্যে পুলিশ সুপার বলেন, লালপুরের কিছু তরুণ-তরুণী সাম্প্রতিক সময়ে মোবাইল হ্যাকিং, বিকাশ প্রতারণা, ফেসবুক ও ইমো হ্যাকিংসহ নানা অনলাইন অপরাধে জড়িয়ে পড়েছে, যা এলাকাটির ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। গত কয়েক বছরে এসব অপরাধের সঙ্গে জড়িত অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি আরও ১১ জনকে অনলাইন প্রতারণার অভিযোগে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, “লালপুরের এই নেতিবাচক পরিচয় বদলাতে হলে তরুণ প্রজন্মকেই এগিয়ে আসতে হবে।” পুলিশের পক্ষ থেকে আইনি পদক্ষেপের পাশাপাশি শিক্ষার্থীদের সচেতন করে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত শতাধিক শিক্ষার্থী প্রতিশ্রুতি দেন যে তারা নিজেরা কোনো হ্যাকিং বা অনলাইন প্রতারণায় যুক্ত হবে না এবং সমাজে এ বিষয়ে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে।
শিক্ষক ও শিক্ষার্থীরা মত দেন যে, হ্যাকিং প্রতিরোধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি অপরিহার্য।
অনুষ্ঠানের শেষে পুলিশ সুপার মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণা বিষয়ে একটি তথ্যবহুল পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। এতে অতিরিক্ত পুলিশ সুপার (বড়গ্রাম সার্কেল) শোভন চন্দ্র, লালপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলামসহ প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন।
এই বাংলা/এমএস
টপিক
