Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

চব্বিশের গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

স্টাফ রিপোর্টার : ‘চব্বিশের গণঅভ্যুত্থানে’ নিহত শহীদ ও আহতদের পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে...
Homeঅপরাধনীলফামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্বহীনতার অভিযোগ

নীলফামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্বহীনতার অভিযোগ

নীলফামারী প্রতিনিধি :


নীলফামারী সদর উপজেলার দারোয়ানী এলাকার উলটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্বহীনতা ও শৃঙ্খলার চরম অনিয়ম দেখা গেছে। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে জানা গেছে, বিদ্যালয়ের সব কক্ষের দরজা-জানালা বন্ধ ছিল। কেবল একটি কক্ষে প্রধান শিক্ষক প্রতাপ চন্দ্র রায় একা বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে প্রধান শিক্ষক মোবাইল ফোনে সহকারী শিক্ষক দিপালী রাণী সরকার ও সুলেখা রাণী রায়কে ফোন করে বলেন, “তোমরা তাড়াতাড়ি আইসো, সাংবাদিক আসছে।” প্রায় ১৫ মিনিট পর তারা বিদ্যালয়ে পৌঁছান।

শিক্ষকরা জানান, “আজ ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন না, তাই আমরা বাড়িতে ছিলাম।” প্রধান শিক্ষককে হাজিরা খাতা ও মুভমেন্ট রেজিস্টার দেখাতে অনুরোধ করা হলে তিনি বলেন, “দেখানো যাবে না, আমি কোনো কথা বলবো না; আপনারা যা পারেন করেন।” অপর দুই সহকারী শিক্ষক অঞ্জলী রাণী রায় ও শাপলা খাতুন বিদ্যালয়ে আসেননি।

স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রধান শিক্ষক ও দুই সহকারী শিক্ষক পরস্পরের আত্মীয় এবং নিয়মিত দেরিতে বিদ্যালয়ে আসেন ও আগে চলে যান। কেউ অভিযোগ করলে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।

স্থানীয় বাসিন্দা জগদীশ রায় বলেন, “বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে গেছে। শিক্ষকরা নিজেদের মতো চলেন, কেউ কিছু বললে শোনেন না।”

এ বিষয়ে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জছিজুল আলম মন্ডল বলেন, “এ ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এই বাংলা/এমএস

টপিক