ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের সামনে ট্রাক চাপায় মো. আলম (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মো. কবির হোসেন (৫৮)।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে বরিশাল-খুলনা মহাসড়কের ছত্রকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটিকে আটক করেছে, তবে চালক এখনও পালিয়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলম ও কবির হোসেন রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে চিকিৎসক মো. আলমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত কবির হোসেনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত আলমের বাড়ি ঝালকাঠি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কৃষ্ণকাঠি এলাকায়, তিনি মৃত ফজলে আলীর ছেলে। আহত কবির হোসেনের বাড়ি ৪ নম্বর ওয়ার্ডের কাঠপট্টি এলাকায়, তিনি মৃত মোসলেম আলীর ছেলে। নিহত আলমের মরদেহ বর্তমানে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, ট্রাক চাপায় একজন নিহত ও একজন আহত হওয়ার ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক হলেও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই বাংলা/এমএস
টপিক
