25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

বাদ পড়লেন ভূমিমন্ত্রী জাবেদ !

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক 

নতুন মন্ত্রী পরিষদ থেকে বাদ পড়েছেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। আনোয়ারা আসন (চট্টগ্রাম -১৩) থেকে তিন দফা জয় লাভের পরও মন্ত্রীত্ব হারানোর খবর এখন চট্টগ্রামে টক অফ দা টাউন।প্রয়াত আক্তারুজ্জামান চৌধরীর সন্তান জাবেদের স্বচ্ছ ইমেজ থাকলেও তার ঘনিষ্ঠ লোকজনের দূর্নীতি কাল হয়েছে তার।

বুধবার সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নতুন মন্ত্রিসভার খসড়া তালিকা। সেই তালিকায় নাম থাকা চট্টগ্রামের  দুই সংসদ সদস্য ডাক পান প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। কিন্তু বর্তমান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের কাছে কোন ফোন না আসার বিষয়টি জানাচ্ছেন তার ঘনিষ্ঠজনরা। 

নির্বাচনের দশ দিন আগে মন্ত্রী জাবেদ এবং তার স্ত্রীর নামে যুক্তরাজ্যে দুই হাজার তিনশ কোটি টাকার  সম্পদ থাকার তথ্য প্রকাশ করে গণমাধ্যম। সুত্রমতে, তার নামে যুক্তরাজ্যে মানি লন্ডারিংয়ের মামলা হতে পারে এমন আশংকা থেকে মন্ত্রী পরিষদের বাইরে রাখা হচ্ছে এবার। 

এরআগে তিনি জাতীয় সংসদে ভূমি প্রতিমন্ত্রী ছিলেন। চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভূমি মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান একাদশ জাতীয় সংসদে।

১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের আনোয়ারায় জন্মগ্রহণ করেন সাইফুজ্জামান চৌধুরী। বাবা আখতারুজ্জামান চৌধুরী ও মায়ের নাম নুর নাহার জামান। বাবা ছিলেন মুক্তিযোদ্ধা এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য।

সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নেন। মূলত বাবার মাধ্যমেই তিনি রাজনীতিতে সক্রিয় হন। তার বাবাও আনোয়ারা আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। বাবা মারা যাওয়ার পর ওই আসনে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর ১০ম জাতীয় সংসদ নির্বাচনে আবার নির্বাচিত হন।সাইফুজ্জামান চৌধুরী ইউসিবিএলের নির্বাহী কমিটি এবং আরামিট গ্রুপের চেয়ারম্যান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির তিনবারের নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন।

- Advertisement -spot_img

সবশেষ খবর