25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

চট্টগ্রামের বাঁশখালীতে নৌকার প্রার্থী মুস্তাফিজুর রহমানের উপর সন্ত্রাসী হামলা

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক :::

চট্টগ্রামের বাঁশখালীর উত্তর সরল সরকারি প্রাথমিক বিদ্যালয় নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর উপর স্বতন্ত প্রার্থী মুজিবুর রহমানের সমর্থকদের হামলায় রক্তাক্ত হয়েছেন মনোনীত প্রার্থী  এমপি মুস্তাফিজুর রহমান। এ সময় সন্ত্রাসীরা তার গাড়িও ভাঙচুর করেন  গাড়ি ভাঙচুর। বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটছে ঘটনাস্থলে। রবিবার ভোট চলাকালীন সময়ে বিকাল পৌনে তিনটার দিকে এমন ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যালট ছিনতাই বাধা দিতে গেল আওয়ামী লীগ  মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান চৌধুরী ও তার ভাগিনা সাদমান আমিনের উপর হামলার ঘটনা ঘটে। ঈগল সমর্থকদের ছুঁড়া ইটে আহত হন মোস্তাফিজুর রহমান। আহত মোস্তাফিজকে কেন্দ্রে অবরুদ্ধ করে রাখে প্রতিপক্ষের সমর্থকরা। খবর পেয়ে পৌনে চারটার দিকে পুলিশ বিজিবি র্যাবের সদস্যরা  ঘঠনাস্থলে গিয়ে এমপি মুস্তাফিজুর রহমানকে উদ্ধারের প্রচেষ্টা চালায়। 

এদিকে, তিনটার দিকে ১১ নং পুঁইছড়ি কেন্দ্র থেকে নৌকার এজেন্ট বের করে দেয় ঈগল প্রতীকের সমর্থকরা। এর আগে বেলা দুইটার দিকে ৭ নং ওয়ার্ডের দক্ষিণ নাপুড়া কেন্দ্রে নৌকার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে ব্যালট পেপার ছিনিয়ে নেয় ঈগল প্রতীকের সমর্থকরা। 

সাংসদ মোস্তাফিজের ব্যক্তিগত সহকারী কেএম মোস্তাফিজুর রহমান রাসেল বলেন,  বাঁশখালীতে সকাল থেকে শান্তিপূর্ণভাবে সাধারণ ভোটাররা বিভিন্ন কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। বেলা ১১ টা পর্যন্ত বাঁশখালীর সবকটি কটি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছিলো। কিন্তু বেলা সোয়া এগারোটার সাত নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আব্দুল গফুরকে কোন ধরনের অভিযোগ ছাড়াই থানায় ধরে নিয়ে যান বাঁশখালীর বিতর্কিত ওসি তোফায়েল আহমেদ।কোন ধরনের অভিযোগ ছাড়া শান্তিপূর্ণ ভোটকেন্দ্র থেকে কেন একজন জনপ্রতিনিদেরকে তোলে আনা হলো, বিষয়টি জানতে এমপি মহোদয়  থানায় উপস্থিত হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ আমার সাথে ঔদ্ধত্যপুর্ণ আচরণ করেছেন। একজন সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে জনপ্রতিনিধিকে থানায় ধরে নিয়ে যাবার কথা জিজ্ঞেস করার আগেই ওসি বলতে থাকেন ‘ভিডিও কর ‘ ‘ভিডিও কর ‘।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর বলেন,  শুধু তাই নয় এই ঘটনার পরপরই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের ভয় দেখাতে জলকামান ডুকানো হয় চাম্বল উচ্চ বিদ্যালয় কেন্দ্র। এমন পক্ষপাতিত্বমূলক সন্ত্রাসী আচরণের কারণে ভীত সন্ত্রস্ত সনাতন ধর্মাবলম্বী ভোটাররা ভয়ে ভোটকেন্দ্র ছেড়ে চলে যায়। ‘

আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিযোগ নৌকার একনিষ্ঠ সমর্থক সনাতন ধর্মাবলম্বী ভোটারদের জলকামান দেখিয়ে ভোট কেন্দ্রে ভীতিকর পরিবেশ সৃষ্টির মাধ্যমে একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠীকে সুবিধা দেবার এমন নজিরবিহীন জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে দৃষ্টান্ত হিসেবে থাকবে।

এদিকে, বিকেল তিনটার দিকে, বাঁশখালীর পুইছড়ি ইজ্জতিয়া স্কুল কেন্দ্রে  ঈগল প্রার্থীর সমর্থকরা ৮ রাউন্ড  গুলি বর্ষন করে। গুলি বর্ষন করে এসময় ব্যালট ছিনতাইয়ের  চেষ্টা করে সন্ত্রাসীরা । 

খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় ১৯৬ টি শিল্প প্রতিষ্ঠানে চাঁদাবাজির ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠার পর বাঁশখালীর বর্তমান ওসি তোফায়েল আহমেদকে পদায়নে বিরোধিতা ও তার নিরপেক্ষতাই সন্দেহ পোষণ করে নির্বাচন কমিশন বরাবর চিঠি দিয়েছিলেন নৌকার প্রার্থী  মোস্তাফিজুর রহমান চৌধুরী।   তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে এই থানায় অবস্থানকালীন সময়ে সুষ্ঠু- নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এমন অভিযোগ বারবার করার পরও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি।

 

- Advertisement -spot_img

সবশেষ খবর