কুতুবউদ্দিন হিরু ::
পঁচানব্বই লাখ সত্তর হাজার চারশত সাতচল্লিশ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার অভিযোগ এনে ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ ভূমি সংস্কার বোর্ডের (কোর্ট অব ওয়ার্ডের) হিসাবরক্ষক ইমামুল বাশারের বিরুদ্ধে মামলা করেছে দূর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় সহকারী পরিচালক সুভাষ চন্দ্র মজুমদার বাদি হয়ে এই মামলা দায়ের করেন।
ভাওয়াল রাজ স্টেটের হিসাবরক্ষক ( বরখাস্তকৃত) আসামী ইমামুল বাশারের বিরুদ্ধে দুর্নীতি দমন আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে আসামীর মালিকানায় ১ কোটি ২২ লাখ ২২ হাজার ২০৫ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া গেছে দুদকের অনুসন্ধানে। তার মালিকানায় গ্রহণযোগ্য আয়ের চেয়ে পঁচানব্বই লাখ সত্তর হাজার চারশত সাতচল্লিশ টাকা বেশি মুল্যের সম্পদ পাওয়া গেছে।
মামলা এজাহারে বলা হয়েছে, ইমামুল বাশারের স্থাবর সম্পদ রয়েছে ১ কোটি ১৬ লাখ ২২ হাজার টাকা মুল্যের। এছাড়া ৬ লাখ পাঁচ টাকার অস্থাবর সম্পদ রয়েছে তার। উল্লেখিত সম্পদের মধ্যে কোন প্রকার দায় দেনা নেই। তার নীট সম্পদের মুল্য ১ কোটি ২২ লাখ ২২ হাজার ১০৫ টাকা। পারিবারিক ব্যয় ১৫ লাখ ত্রিশ হাজার টাকাসহ নিট সম্পদের মোট মূল্য এক কোটি ৩৭ লাখ ৫২ হাজার ১০৫ টাকা। অনুসন্ধান কালে তার গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৪১ লাখ ৮১ হাজার ৬৫৮ টাকা। ৯৫ লাখ ৭০ হাজার ৪ শত সাতচল্লিশ টাকা সম্পদ অর্জনে বিষয়ে তিনি কোন গ্রহণযোগ্য রেকর্ড পত্র উপস্থাপন করতে পারেননি।
মামলা এজাহারে সূত্রে জানা যায়, ইমামুল বাশারের (৪১) পিতার নাম মোঃ আব্দুল খালেক, মাতা মোসা ফরিদা বেগম। তারা বরিশাল শহরের কোতোয়ালি থানার হাজেরা খাতুন স্কুল রোড়ে বসবাস করেন।