25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

বরগুনা -১ থেকে জাপা প্রার্থী সরে দাঁড়ালো

আরও পড়ুন

সানাউল্লাহ রেজা শাদ, বরগুনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (আমতলী-তালতলী) আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মো. খলিলুর রহমান।

রোববার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

জাপা প্রার্থী খলিলুর রহমান বলেন, ২৬টি আসন নিয়ে ক্ষমতাসীন দলের সঙ্গে সমঝোতা করায় এখন আমরা ভোটারদের সামনে যেতে পারছি না। ভোটাররা আমাদের বিশ্বাস করেন না। কোনো স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিচ্ছেন কি না জানতে চাইলে তিনি বলেন, প্রশ্নই আসে না, নির্বাচনে ভোটারদের মধ্য কোনো আগ্রহ নেই।

- Advertisement -spot_img

সবশেষ খবর