ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় জেলা আওয়ামী লীগের তিন শীর্ষস্থানীয় নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে ঝালকাঠির সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহেব হোসেন।
কারাগারে পাঠানো তিন নেতা হলেন—
-
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সালাউদ্দিন আহমেদ সালেক,
-
শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মাহবুব হোসেন,
-
ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য মাহবুবুর রহমান তালুকদার।
মামলার পটভূমি:
আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ১১ নভেম্বর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০২১ সালের ৪ অক্টোবর সন্ধ্যায় শহরের ইউসুফ কমিশনার সড়কে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়।
এজাহারে বলা হয়, তৎকালীন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর নির্দেশে এই হামলা চালানো হয়েছিল। এ ঘটনায় আমুসহ মোট ৫৯ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে আসামি করা হয়।
আদালতের সিদ্ধান্ত:
পিপি মাহেব হোসেন জানান, “মাননীয় হাইকোর্টের দেওয়া ছয় সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার তাঁরা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক তাঁদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।”
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী বনি আমিন বাকলাই।
এই বাংলা/এমএস
টপিক
