নিজস্ব প্রতিবেদক ::
চট্টগ্রামের কোতোয়ালি ( চট্টগ্রাম -৯) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সমর্থনে দেওয়ানবাজার এলাকায় জনসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ২০ নং দেওয়ানবাজারস্থ আবুল কালাম সওদাগরের বাসভবনের সম্মুখ প্রাঙ্গন থেকে আশপাশের এলাকায় জনসংযোগ করা হয়।
এ সময় ভোটারদের উদ্দেশ্যে নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেন, কর্ণফুলী তীর সংলগ্ন এই এলাকাটি অনেক ঐতিহ্যবাহী। জোয়ার ভাটার কারণে এখানকার নিম্মাঞ্চল প্লাবিত হয়। জনদুর্ভোগ বাড়ে। আমি এ সমস্ত সমস্যাগুলো অনুধাবন করি এবং তা সমাধানে আমার কিছু ভাবনা চিন্তা আছে। বিলুপ্ত প্রায় চাক্তাই খাল পুনরুদ্ধারে যে প্রকল্পগুলো বাস্তবায়ন হতে যাচ্ছে তার আমি দেখভাল করবো।
এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, দেওয়ানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব ছিদ্দিকী সহ ওয়ার্ড ইউনিট ও ইউনিট আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।