25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

পাহাড়তলীতে অস্ত্র ও কার্তুজসহ এক যুবক গ্রেফতার

আরও পড়ুন

চট্টগ্রাম প্রতিনিধি :::

চট্টগ্রামের পাহাড়তলী থেকে একটি এলজির ও কার্তুজসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া যুবকের নাম রাজ (২৬) প্রকাশ ক্যাডার রাজু। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে একে খান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পাহাড়তলী থানার একটি দল।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেফায়েতুল্লাহ জানান, ‘ গোপন সুত্রে খবর পেয়ে পাহাড়তলী থানার একে খান বিদ্যুৎ বিতরন অফিসের সামনে থেকে বৃহস্পতিবার বিকেল সোয়া চারটির দিকে ওই যুবককে গ্রেফতার করা হয়। তার কোমনে গুঁজে রাখা দেশীয় অস্ত্র ( এলজি) ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। ‘

জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া রজু জানায়, নগরের অলংকার ও একে খানের মতো জনবহুল এলাকায় যাত্রীদের কাছ থেকে মুল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়ার কাজ করে সে । তার বিরুদ্ধে ১৮৮৭ সালের অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

- Advertisement -spot_img

সবশেষ খবর