চট্টগ্রাম প্রতিনিধি :
মধ্যরাতে (২৮ অক্টোবর) চট্টগ্রামের গুরুত্বপূর্ণ বাকলিয়া এক্সেস রোড এলাকায় গুলিতে ১ জন বিএনপি কর্মী নিহত এবং ১৪ জন আহত হয়েছে ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে , চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের একটি ব্যানার অপসারণ কে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত ঘটে । এই সময় ডাক্তার শাহাদাতের অনুসারীরা বাধা দিলে গোলাগুলির ঘটনা ঘটে । এইসময় গুলিবিদ্ধ হয়ে বিএনপির কর্মী সাজ্জাদ হোসেন ( ৩৬) নিহত হন এবং ১৪ জন আহত হন । নিহত সাজ্জাদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদ নগরে । তার মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে ময়নাতদন্তের জন্য ।
এই ঘটনা সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান,” ৫ আগস্ট এর পূর্বে যাদের আমরা আওয়ামী লীগের মিছিল-মিটিং এ দেখেছিলাম এবং যারা এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে দাপট দেখাত । ৫ আগস্ট এর পর হঠাৎ করে তাদের একটি অংশ বিএনপি’র ” সি ” অধ্যাক্ষরের নামের এক নেতার আশ্রয়-প্রশ্রয়ে বিএনপি’র মিছিল মিটিং এ অংশগ্রহণ করতে থাকে । মূলত তারাই ডাক্তার শাহাদাতের ব্যানার অপসারণ করাই বিএনপির প্রকৃত নেতাকর্মীরা সেখানে বাধা প্রদান করে । অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় বিএনপির সক্রিয় কর্মী সাজ্জাদ হোসেন মারা যান “।
এই ঘটনায় অত্র এলাকার বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উত্তেজনার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।
এই বাংলা/এমএস
টপিক
