গুল নাহারঃ
রাজউকের নোটিশের তোয়াক্কা না করে ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উত্তরার ( ১৪ নং সেক্টর) ১৯ নং সড়কের ৪৭ নং প্লটে চলছে বহুতল ভবন নির্মাণের কাজ।
রাজউক অনুমোদিত নকশা না মেনে ভবন নির্মাণ করার বিষয়ে দৈনিক এই বাংলায় খবর প্রকাশিত হবার পর রাজউক নোটিশ ( ( রাজউকের স্মারক নং ২৫.৩৯. ০০০০. ০৯০.৩২.৩২০.২৩-৪০৯) দেয় ভবন মালিক আব্দুল হামিদকে। নোটিশ জারীর ৭ (সাত) দিনের মধ্যে রাজউক কর্তৃক অনুমোদিত নকশার ১ (এক) ফর্দ দপ্তরে দাখিল করার জন্য বলা হয়।
এবং সেই সাথে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্মাণ সাইটের সকল কাজ বন্ধ রাখার জন্য বলা হয় নোটিশে।
সংবাদ প্রকাশের পর উত্তরা জোনের ইমারত পরিদর্শক (২/১) ভবনটি সরেজমিনে পরিদর্শন করে নির্মাণ কাজ বন্ধ রাখার নোটিশ দেন। কিন্তু নোটিশের তোয়াক্কা না করে নির্মাণ কাজ অব্যাহত রাখে ত্রিধারা হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
এই স্থানে রাজউকের মহা পরিকল্পনা ভুক্ত আওতাধীন এলাকায় অবস্থিত একটি নির্মাণাধীন ৮ (আট) তলা ভবন বিদ্যামন আছে।
ইমারত নির্মাণ আইন ১৯৫২ (সর্বশেষ সংশোধনী সহ) এর ৩ ধারার বিধান মতো উক্ত নির্মান কাজের সমর্থনে ইমারত নির্মাণ কমিটির অনুমোদিত নকশা থাকা প্রয়োজন এবং এ আইনের ধারা ১০ অনুযায়ী পরিদর্শন কালে অথরাইজড অফিসার বা ক্ষমতার প্রাপ্ত ব্যক্তিকে প্রদর্শনের জন্য এক ফর্দ নকশা এবং অনুমোদন পত্র সংশ্লিষ্ট সাইডে সংরক্ষণ করার বিধান থাকলেও পরিদর্শন কালে তা দেখাতে ভবন মালিক আব্দুল হামিদ (এম.ডি) ব্যর্থ হয়েছেন।
স্থানীয়রা জানান, ভবন মালিক প্রভাবশালী হবার কারণে রাজউকের নোটিশকে উপেক্ষা করে নির্মাণ কাজ বন্ধ করে নি।