25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

জাহা বকস লেইন মসজিদে হামলা, ছয় জনকে আসামী করে মামলা

আরও পড়ুন

রাজধানীর মগবাজার গাবগাছ তলা এলাকার জাহা বকস জামে মসজিদে যুব মহিলা লীগ নেত্রীর হামলার ঘটনায় হেলেনাসহ সাতজনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। বুধবার  (১২ ডিসেম্বর)  হাতির ঝিল থানায় এই মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মুয়াজ্জিন সাফিনের বাবা আরফান মিয়া (৩১)। 

কোহিনুর বেগম, আঙ্গুরী বেগম, দুলাল বকস, রফিক, রিফাত হক নোবেলসহ অজ্ঞাত আরও দুই তিন জনকে আসামি করে এজাহার দায়ের করা হয়েছে। পেনাল কোড ১৮৬০ সালের দন্ডবিধি ১৪৩/ ৩২৩/ ৩০৭/ ৩৮০/ ৫০৬/৩৪ ধারা অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। 

মামলার এজাহারে বাদি উল্লেখ করেছেন, জাহা বকস লেইন জামে মসজিদের  ইমাম ছুটিতে থাকার কারণে তার ছেলে সাফিনকে ইমামের দায়িত্ব পালন করতে বলা হয়। ঘটনার দিন নামাজ পড়াতে গিয়ে হেলেনাসহ তিন নারীর হাতে মারধরের শিকার হয়ে আহত হয় তার ছেলে সাফিন। আহত সাফিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ‘

- Advertisement -spot_img

সবশেষ খবর